ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীতে সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে ২ মাসের জন্য তিনজন লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ছবি ইমেল (info.rajshahi@mea.gov.in) / কুরিয়ার / হাতে আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে অফিসে পাঠাতে পারেন। ইংরেজীতে পারদর্শী ও কম্পিউটারে দক্ষতা এবং ভাল টাইপিং গতি অপরিহার্য। বয়স সীমাঃ ১৮-৩০ বছর।
ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহী
বাড়ি নং ৩১৬, রোড নং ০১
পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।